টেকনাফে মানব পাচারকারী চক্রের আস্তানায় সাঁড়াশি অভিযান চালিয়ে অপহৃত ১৪ বাংলাদেশিকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১০ মে) গভীর রাতে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান (পিএসসি) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চক্রের মূলহোতা মো. সাইফুল ইসলামের (৩৯) আস্তানায় অভিযান চালানো হয়। এতে অপহৃতদের অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধারকৃতরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা এবং তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে।
ভুক্তভোগীদের বরাতে জানা যায়, পাচারচক্রটি বিভিন্ন প্রলোভনের ফাঁদে ফেলে মোবাইল ফোনের মাধ্যমে তাদের টেকনাফে নিয়ে আসে। এরপর সুযোগ বুঝে মেরিন ড্রাইভ ও আশপাশের এলাকা থেকে অপহরণ করে দুর্গম স্থানে আটকে রাখে। অপহরণকারীরা ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করত এবং আদায়ের জন্য অমানবিক নির্যাতন চালাত।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে ২৪ এপ্রিল গভীর সাগরপথে মিয়ানমার থেকে বাংলাদেশে মানব পাচারকালে বিজিবি অভিযানে গেলে পাচারকারীরা পালিয়ে যায়। তবে ওই সময়ও কয়েকজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং টেকনাফ মডেল থানায় মানব ও মাদক পাচারের অভিযোগে মামলা দায়ের করা হয়।
পরে ওই ঘটনার ভিত্তিতে উদ্ধারকৃতদের দেওয়া তথ্য বিশ্লেষণ করে মেরিন ড্রাইভ ও দমদমিয়া এলাকায় একাধিক অভিযান চালানো হয়। এর ধারাবাহিকতায় নিশ্চিত হওয়া যায়, দক্ষিণ লম্বরী এলাকায় আরও কয়েকজন বাংলাদেশি নাগরিক জিম্মি অবস্থায় রয়েছেন।
এই তথ্যের ভিত্তিতেই সর্বশেষ অভিযানটি পরিচালনা করা হয়। উদ্ধারকৃতদের পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম