ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা শেষ করে এবার ইংল্যান্ড প্রিমিয়ার ডিভিশন লিগে খেলতে পাড়ি জমিয়েছেন জাতীয় দলের বাইরে থাকা ব্যাটার সাব্বির রহমান।
গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সাব্বির জানান, 'ইংল্যান্ডের প্রিমিয়ার ডিভিশনের কাউন্টি ক্রিকেট লিগে মিডলসেক্সের অধীনে অক্সব্রিজ ক্লাবের হয়ে খেলব। আগামী ১০ মে থেকে খেলা শুরু হবে। এরই মধ্যে একটি প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে ৭০ রান ও ২ উইকেট পেয়েছি।'
দেশ ছাড়ার আগে সাব্বির বলেন, 'একটা বিদেশি সফর আছে। ইংল্যান্ডের একটি দলের সঙ্গে কথা হয়েছে। বাংলাদেশে এখন কোনো ক্যাম্প বা খেলা নেই, তাই সেখানে খেলব এবং পরিবারও সঙ্গে থাকবে। আশা করছি, ইংল্যান্ডের প্রিমিয়ার ডিভিশনে সময়টা ভালো কাটবে।'
এ বছরের ডিপিএল নিয়ে সাব্বির বলেন, 'ডিপিএলটা ভালোই হয়েছে, তবে আরও গোছানো হতে পারত। পারিশ্রমিক নিয়ে কিছু সমস্যা ছিল, কিছু দলের মালিকদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। সব মিলিয়ে একটু অগোছালো লেগেছে, তবে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ভালোভাবেই শেষ হয়েছে।'
বিডি প্রতিদিন/মুসা