পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ১৭ ও ১৯ মেতে দুটি ম্যাচ খেলেই পাকিস্তান সফরে যাবে টাইগাররা। সফরে লাহোর ও ফয়সালাবাদে মাঠে গড়াবে পাঁচটি টি-টোয়েন্টি। ওই দুই সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করা লিটন দাসকেই সফর দুটিতে অধিনায়ক করা হয়েছে।
রবিবার বিকেলে লিটনকে অধিনায়ক করে আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এদিকে, টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ সিরিজে ইনজুরির কারণে দলে ছিলেন না তিনি।
বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, রিশাদ হোসেন, শেখে মেহেদী হাসান, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
বিডি প্রতিদিন/কেএ