ইংল্যান্ডের ফরোয়ার্ড হ্যারি কেইন টটেনহ্যাম হটস্পারে পার করেছেন ক্যারিয়ারের প্রায় পুরোটা সময়। কিন্তু দীর্ঘদিনের এই সময়ে একাধিক ব্যক্তিগত অর্জন থাকলেও দলগত কোনো সাফল্যই যে পাননি তিনি। ক্লাব ক্যারিয়ারের মতো সেটা জাতীয় দলেও সত্য।
টটেনহ্যামের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হেরেছেন, এফএ কাপের ফাইনাল থেকেও হতাশ হতে হয়েছে। একাধিকবার লিগে ২য় স্থানে থেকে শেষ করেছেন। ইংল্যান্ডের জার্সিতে হেরেছেন ইউরো ফাইনাল। এরপর বিশ্বকাপে সেমিফাইনাল থেকে নিতে হয়েছে বিদায়। গেল বছর শিরোপার প্রত্যাশায় বায়ার্ন মিউনিখে নাম লেখালেও শিরোপা বঞ্চিত হয়েছেন বায়ার লেভারকুসেনের কারণে।
তবে সেই দুঃস্বপ্নের প্রহর ফুরোতে যাচ্ছে হ্যারি কেইনের জন্য। জার্মান দল বায়ার্ন মিউনিখের হয়ে এবারে লিগ শিরোপা জয়ের একেবারেই কাছাকাছি রয়েছেন প্রজন্মের অন্যতম সেরা এই স্ট্রাইকার। আগামী রবিবারেই বুন্দেসলিগার শিরোপা যেতে পারে বাভারিয়ানদের শিবিরে।
কিন্তু দুর্ভাগ্য হ্যারি কেইনের। কার্ডজনিত সমস্যায় সেই ম্যাচেও থাকা হচ্ছে না কেইনের। মাইঞ্জের বিপক্ষে শনিবারের ম্যাচে বায়ার্ন মিউনিখ জিতেছে ৩-০ গোলের ব্যবধানে। এই জয়ের দিনেই মৌসুমে ৫ম হলুদ কার্ড দেখেছেন হ্যারি কেইন। আর সেটাই পরের ম্যাচে তাকে নিষিদ্ধ করেছে। বুন্দেসলিগার নিয়ম অনুযায়ী, মৌসুমে ৫ হলুদ কার্ড হজম করলে ১ ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হয়।
অথচ, পরের ম্যাচে ন্যূনতম ড্র করতে পারলেই বুন্দেসলিগা শিরোপার জন্য উৎসব করতে পারবে বায়ার্ন মিউনিখ। ৩১ ম্যাচ শেষে জার্মান লিগে দুইয়ে থাকা লেভারকুসেনের পয়েন্ট ৬৭। শেষ ৩ ম্যাচ জিতলে তা হবে ৭৬। বিপরীতে নিজেদের পরের ম্যাচে ড্র করলেই ৭৬ পয়েন্ট স্পর্শ করবে বায়ার্ন মিউনিখ। কিন্তু গোল ব্যবধানে এখন পর্যন্ত ৩০ গোলে এগিয়ে তারা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ