চুক্তি ভাঙছে না। চ্যাম্পিয়ন্স ট্রফির সময় আইসিসির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) যে চুক্তি হয়েছিল সেটাই থাকছে। অর্থাৎ নারীদের বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না পাকিস্তান দল। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, শনিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নকভি এ কথা জানিয়েছেন।
এ দিন নকভি বলেন, “ঠিক যে ভাবে পাকিস্তানে এসে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেনি ভারত এবং তাদের নিরপেক্ষ মাঠে খেলার অনুমতি দেওয়া হয়েছে। ঠিক সে ভাবে পাকিস্তানও ভারতে না গিয়ে নিরপেক্ষ মাঠে খেলবে। একটা চুক্তি যখন হয়েছে, সেটাকে মেনে চলতেই হবে।”
পিসিবি প্রধান জানিয়েছেন, নিরপেক্ষ মাঠের ব্যাপারে তাদের কোনও পছন্দ নেই। ভারত এবং আইসিসি মিলে আলোচনা করে যেখানে ঠিক করবে সেখানেই খেলবেন।
চলতি বছর ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তান যখন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক ছিল, তখন ভারত রাজনৈতিক কারণে পাকিস্তানে সফর করেনি এবং তাদের ম্যাচগুলো দুবাইয়ে অনুষ্ঠিত হয়। এই "হাইব্রিড মডেল"-এর আওতায় সিদ্ধান্ত হয়েছে, ২০২৭ সাল পর্যন্ত যদি ভারত বা পাকিস্তান কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজক হয়, তবে দুই দেশের দলই নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলবে।
২০২৫ সালের নারী বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে ২৯ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত। অস্ট্রেলিয়া বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে অংশ নিচ্ছে। নারীদের ওডিআই বিশ্বকাপ কোয়ালিফায়ারে পাকিস্তান দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সবকটি ম্যাচে (আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড এবং বাংলাদেশ) জয় পেয়েছে এবং মূল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।
মূল বিশ্বকাপে স্বাগতিক ভারত ছাড়াও ইতোমধ্যে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা যোগ্যতা অর্জন করেছে। নারী দলের এমন সাফল্যে সন্তোষ প্রকাশ করে মোহসিন নকভি জানান, দলের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য পিসিবি একটি বিশেষ পুরস্কার ঘোষণা করবে।
তিনি আরও বলেন, “দলটি নিজেদের মাঠের সুবিধা নিয়ে কীভাবে একত্রিত হয়ে ভালো খেলতে হয়, তা দেখিয়েছে। আমি খুব খুশি যে আমাদের নারীদের ক্রিকেট এখন উন্নতির পথে।” সূত্র: ইএসপিন ক্রিকইনফো
বিডি প্রতিদিন/নাজিম