পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে দেরি করল না ম্যানচেস্টার ইউনাইটেড। সেই মোমেন্টাম যদিও পরে আর টেনে নিতে পারল না তারা। দ্বিতীয়ার্ধে আধিপত্য ছড়িয়ে আরও তিন গোল করে বড় জয়ের আনন্দে ভাসল নিউক্যাসল ইউনাইটেড।
সেন্ট জেমস পার্কে রবিবার (১৩ মার্চ) প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে স্বাগতিকরা। সান্দ্রো তোনালির গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন আলেহান্দ্রো গার্নাচো। সফরকারীদের উল্লাস অবশ্য ওখানেই শেষ। বিরতির পর হার্ভি বার্নসের জোড়া গোল ও ব্রুনো গিমারেসের লক্ষ্যভেদে শীর্ষে চারে ফিরল নিউক্যাসল।
গত ডিসেম্বরে আসরে প্রথম দেখায় ম্যানচেস্টারের দলটিকে ২-০ গোলে হারিয়েছিল নিউক্যাসল। ৩১ ম্যাচে ১৭ জয় ও ৫ ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নিউক্যাসল। এক ম্যাচ বেশি খেলে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নটিংহ্যাম ফরেস্ট। ফরেস্টের সমান ৩২ ম্যাচ খেলে ৫৫ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে নেমে গেছে ম্যানচেস্টার সিটি।
আলেকসান্দার ইসাক ও তোনালির দারুণ বোঝাপড়ায় ২৪তম মিনিটে এগিয়ে যায় নিউক্যাসল। ডি-বক্সের বাইরে জটলার মধ্যে প্রথম টোকায় বল একটু ওপরে তুলে, দ্বিতীয় ছোঁয়ায় ওপর দিয়ে ভেতরে পাঠান ইসাক, আর চোখের পলকে পজিশন নিয়ে দারুণ ভলিতে ঠিকানা খুঁজে নেন ইতালিয়ান মিডফিল্ডার তোনালি। ৩৭তম মিনিটে পাল্টা আক্রমণে সমতা টানেন গার্নাচো। দিয়োগো দালোতের পাস ধরে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবার এগিয়ে যায় নিউক্যাসল। বাঁ দিক থেকে টিনোর কোনাকুনি পাস ডান দিকের বাইলাইনে পেয়ে গোলমুখে কাটব্যাক করেন জ্যাকব মার্ফি, সেখানে প্রথম ছোঁয়ায় ফাঁকা জালে বল পাঠান হার্ভি বার্নস। ১৪ মিনিট পর প্রতিপক্ষের ভুলের সুযোগ দারুণভাবে কাজে লাগান বার্নস। নিজেদের সীমানায় ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার নুসায়ার মাজরাউই পিছলে পড়ে গেলে বল পেয়ে যান বার্নস। ক্ষিপ্র গতিতে ডি-বক্সে ঢুকে জোরাল শটে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ইংলিশ মিডফিল্ডার।
গত বৃহস্পতিবার ইউরোপা লিগ ম্যাচে লিওঁর বিপক্ষে ২-২ ড্র ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড দুটি গোলই হজম করে আন্দ্রে ওনানার ভুলে। তাতে তীব্র সমালোচনার মুখে থাকা এই গোলরক্ষককে বিশ্রাম দিয়ে আলতাই বায়িন্দিরকে সুযোগ দেন কোচ হুবেন আমুরি।
তুরস্কের এই গোলরক্ষকও ৭৭তম মিনিটে চরম ব্যর্থতার পরিচয় দেন। আয়েশি শটে তিনি সতীর্থকে খুঁজে নেওয়ার চেষ্টায় বল তুলে দেন জোয়েলিন্তনের পায়ে। তার হেড পাস পেয়ে আত্মবিশ্বাসী শটে দলকে বড় জয়ের পথে এগিয়ে নেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার গিমারেস।
এবারের লিগ কাপ চ্যাম্পিয়ন নিউক্যাসল ইউনাইটেড সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল। ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা ঠিক উল্টো। প্রিমিয়ার লিগে এই নিয়ে সবশেষ তিন ম্যাচে জয়শূন্য রইল তারা, এর দুইটিতেই পরাজয়। আসরে এই নিয়ে ১৪তম হারের স্বাদ পেল আমুরির দল। ৩২ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে নেমে গেছে তারা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ