ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের দাপট অব্যাহত। রবিবার ১৩ (এপ্রিল) অ্যানফিল্ডে ওয়েস্টহ্যামকে ২-১ গোলে হারিয়ে খেতাবের আরও কাছে পৌঁছে গেলেন মোহাম্মদ সালাহরা। ১৮ ও ৮৯ মিনিটে দু’টি গোল করলেন লুইস দিয়াজ ও ভার্জিল ফান ডাইক। ওয়েস্ট হ্যাম ১-২ করতে পারল ৮৬ মিনিটে অ্যান্ড্রু রবার্টসনের আত্মঘাতী গোলের সৌজন্যে।
লিগে ৩২ ম্যাচে লিভারপুলের পয়েন্ট এখন ৭৬। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের থেকে তারা এগিয়ে গেল ১৩ পয়েন্টে। আগের দিন ব্রেন্টফোর্ডের সঙ্গে ১-১ ড্র করায় অনেকটাই পিছিয়ে পড়েছে মিকেল আর্তেতার ক্লাব। আর্সেনালকে ৬১ মিনিটে টমাস পার্টে এগিয়ে দিলেও শেষরক্ষা হয়নি। ৭৪ মিনিটে ১-১ করে দেন ব্রেন্টফোর্ডের ইয়োয়ানে উইজা।
রবিবার (১৩ এপ্রিল) রাতে জিততে পারেনি চেলসি। তারা ২-২ ড্র করেছে ইপসউইচ টাউনের সঙ্গে। ৩১ মিনিটের মধ্যে ০-২ পিছিয়ে পড়ে চেলসি। ১৯ মিনিটে ১-০ করেন জুলিয়ো এনসিকো। দ্বিতীয় গোল বেন জনসনের। ইপসউইচের অ্যাক্সেল টুয়ানজ়েবের আত্মঘাতী গোলে ফল হয় ১-২। ৭৯ মিনিটে ২-২ করেন জ্যাডন স্যাঞ্চো। পয়েন্ট তালিকায় চেলসি এখন পঞ্চম স্থানে।
বড় জয় না পেলেও ওয়েস্টহ্যামের বিরুদ্ধে প্রাধান্য ছিল লিভারপুলের। বিপক্ষের গোল লক্ষ্য করে তারা ঠিকঠাক শট নেয় ১৫টি। ম্যাচে প্রায় ৬০ শতাংশ বলের দখলও ছিল। অবশ্য প্রথম গোলের পরে ওয়েস্টহ্যামও চাপ সৃষ্টি করেছে।
আরও দু’বছর জন্য অ্যানফিল্ডে থেকে যাওয়া সালাহ গোল পাননি। নিজে গোল না করলেও তার দেওয়া দারুণ একটা ক্রস থেকেই প্রথম গোল করেন দিয়াজ। শেষ পর্যন্ত ২-১ গোলে ওয়েস্টহ্যামকে হারিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
বিডি-প্রতিদিন/বাজিত