এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে খেলছে বাংলাদেশ। শিলংয়ের জওহরলাল স্টেডিয়ামে শুরু থেকেই একের পর এক আক্রমণে স্বাগতিকদের কোণঠাসা করে রেখেছে বাংলাদেশ।
তবে ম্যাচের ২০ মিনিট যেতে না যেতেই ব্যথা পান তপু বর্মণ। ইনজুরিতে মাঠ ছাড়লে তার জায়গায় মাঠে নামেন রহমত মিয়া।
বাংলাদেশ অধিনায়ক তপু চোট পেয়েছিলেন। প্রাথমিক চিকিৎসা নিয়েও ভালো বোধ না করায় ২১ মিনিটে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। নির্ভরতার প্রতীক তপুর বদলি হিসেবে নেমেছেন ডিফেন্ডার রহমত মিয়া।
বিডি প্রতিদিন/মুসা