উমরান মালিকের গতির ঝড় দেখা যাবে না আসছে আইপিএলে। চোটের কারণে ভারতের এই ফাস্ট বোলারকে পাবে না গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার চেতন সাকারিয়াকে।
আইপিএলের গত চার আসরে উমরান খেলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। সেরা সময়টা কাটে তার ২০২২ আসরে। সেবার নিয়মিত ১৫০ কিলোমিটার গতিতে বল করে গোটা ক্রিকেট বিশ্বের নজর কাড়েন জাম্মু ও কাশ্মীরের এই বোলার। আসরে ১৪টি ম্যাচ খেলে সবকটিতে দ্রুততম বোলারের পুরস্কার জেতেন তিনি। ২২ উইকেট নিয়ে পান আসরের উদীয়মান ক্রিকেটারের স্বীকৃতিও।
দুর্দান্ত ওই পারফরম্যান্সের পরই ভারতীয় দলে জায়গা করে নেন উমরান। হায়দরাবাদের হয়ে পরের দুই আসরে অবশ্য ভালো করতে পারেননি তিনি। ২০২৩ আসরে আট ম্যাচ খেলে উইকেট নিতে পারেন ৫টি। ২০২৪ আসরে ম্যাচ খেলার সুযোগ পান মাত্র একটি, পাননি কোনো উইকেট। ভারতের হয়ে এখন পর্যন্ত ১০ ওয়ানডে ও ৮ টি-টোয়েন্টি খেলা ২৫ বছর বয়সী এই ক্রিকেটারকে ২০২৫ আইপিএলের মেগা নিলামের আগে ছেড়ে দেয় হায়দরাবাদ। গত নভেম্বরের নিলাম থেকে ৭৫ লাখ রুপিতে তাকে দলে নেয় কলকাতা।
নিলামের পর ‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, কলকাতার জার্সিতে খেলতে তর সইছে না তার। কিন্তু সেই আশা এবার পূরণ হলো না উমরানের। তার চোটের ধরন অবশ্য অজানা। ২০২৪ সালের মার্চে আইপিএলে হায়দরাবাদের হয়ে খেলার পর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে আর কোনো ম্যাচ তিনি খেলেননি। গত সেপ্টেম্বরে ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা দুলিপ ট্রফিতে খেলার কথা ছিল তার, কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর শেষ পর্যন্ত তাকে প্রত্যাহার করে নেওয়া হয়।
২৭ বছর বয়সী সাকারিয়া নিজেও চোটে মাঠের বাইরে লম্বা সময় ধরে। সবশেষ তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেছেন ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রঞ্জি ট্রফিতে। গত আইপিএলের আগে তাকে দলে নিয়েছিল কলকাতা, কোনো ম্যাচ যদিও খেলতে পারেননি। পরে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। ভারতের হয়ে এখন পর্যন্ত একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলা সাকারিয়া এবারের আইপিএলের নিলামে অবিক্রিত রয়ে যান। আসর শুরুর ছয় দিন আগে তিনি দল পেলেন অন্যের চোটের কারণে। ৭৫ লাখ রুপিতেই তাকে পেল কলকাতা।
এখন পর্যন্ত আইপিএলে তিন আসরে ১৯ ম্যাচে ওভারপ্রতি ৮.৪৩ রান দিয়ে সাকারিয়ার উইকেট ২০টি। ২০২১ সালে অভিষেক আসরে তিনি খেলেন রাজস্থান রয়্যালসের হয়ে। পরের আসরে ৪ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। দলটির হয়ে তিনি খেলেন পরপর দুটি আসরে। আগামী শনিবার ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে কলকাতা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ