সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ২৯ বছর পর কোনো বৈশ্বিক ক্রিকেট আসর আয়োজন করেছিল পাকিস্তান। কিন্তু টুর্নামেন্ট শুরুর ছয় দিনের মধ্যে রিজওয়ান-বাবরদের বিদায় নিশ্চিত হয়ে যায়। দলের এমন করুণ অবস্থা নিয়ে সম্প্রতি মন্তব্য করেন দেশটির সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি।
তিনি বলেছিলেন, ‘যখন কোনো টুর্নামেন্ট আসে, আমরা সবসময় প্রস্তুতির কথা বলি। এরপর যখন ব্যর্থ হই, তখন আবার বড় পরিবর্তনের কথা বলি। বাস্তবতা হলো, ভুল সিদ্ধান্তের কারণে পাকিস্তান ক্রিকেট এখন আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) রয়েছে।’
শহিদ আফ্রিদির এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন সাবেক আইসিসি ও পিসিবি চেয়ারম্যান এহসান মানি। তিনি অভিযোগ করেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও পাকিস্তান ক্রিকেট সংক্রান্ত বিষয়ে ব্যক্তিগত স্বার্থের কারণে কথা বলেন সাবেক ক্রিকেটার, বিশেষ করে সাবেক ক্রিকেটাররা।
আফ্রিদির সমালোচনা উড়িয়ে দিয়ে মানি বলেন, ‘আমি শহীদ আফ্রিদি বা অন্য কেউ যা বলেন, তাতে কোনো বিশ্বাস রাখি না। তাদের ব্যক্তিগত এজেন্ডা আছে বা অন্য কিছু। তাই আমি এসব নিয়ে মাথা ঘামাতে চাই না। এ বিষয়ে কোনো মন্তব্য করবো না। শুধু এটুকু বলবো যে, নেতৃত্ব পিসিবির চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ থেকেই আসা উচিত। বাকি বিষয়গুলো নিয়ে আমি বিশেষ গুরুত্ব দিচ্ছি না।’
বিডি প্রতিদিন/নাজিম