দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছে ভারত। তবে আজ ভারতীয় ক্রিকেটাররা মাঠে নেমেছেন কালো আর্মব্যান্ড পরে। তবে কেন তারা কালো আর্মব্যান্ড পরে খেলতে নেমেছেন, তা নিয়ে অনেকের মধ্যেই কৌতূহল জেগেছে।
গতকাল (৩ মার্চ) ভারতের ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি স্পিনার শিভালকর মারা গেছেন। দেশটির সাবেক স্পিনার পদ্মকর শিভালকরের প্রতি শ্রদ্ধা জানাতেই মূলত কালো আর্মব্যান্ড পরে আজ মাঠে নেমেছেন রোহিত-কোহলিরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
রঞ্জি ট্রফিতে লম্বা সময় ধরে আধিপত্য দেখিয়েছে মুম্বাই। আর এর পেছনে অবদান ছিল শিভালকরের। ১৯৬৫-৬৬ থেকে ১৯৭৬-৭৭ মৌসুমের মধ্যে ৯ বার রঞ্জি ট্রফি জেতা মুম্বাই দলের সদস্য ছিলেন তিনি। বাঁহাতি এই স্পিনার ১২৪ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১৯.৬৯ গড়ে উইকেট পেয়েছেন ৫৮৯টি। তবে ভারতের হয়ে কখনও টেস্ট খেলা হয়নি শিভালকরের।
বিডি প্রতিদিন/মুসা