সমর্থকদের জন্য বড় এক সুসংবাদ দিয়েছে ম্যানচেস্টার সিটি। চোট কাটিয়ে মাঠের ফেরার পথে আরেকধাপ এগিয়েছেন তাদের মাঝমাঠের ভরসা রদ্রি। একক অনুশীলন শুরু করেছেন ব্যালন দ’র জয়ী এই স্প্যানিশ তারকা। ইংলিশ ক্লাবটি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে দেখা যায়, ২৮ বছর বয়সী রদ্রি কিছু ড্রিল করছেন।
গত সেপ্টেম্বরের আর্সেনালের বিপক্ষে ২-২ সমতায় শেষ হওয়া ম্যাচে গুরুতর চোট পান রদ্রি। পরে জানা যায়, অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে তার। এর জন্য পরে অস্ত্রোপচারও করাতে হয় তার। সেসময় সিটি কোচ পেপ গার্দিওলাও বলেছিলেন, মৌসুমের বাকি অংশ থেকে তার ছিটকে পড়ার শঙ্কা কথা। তবে রদ্রি চলতি মৌসুমে ফেরার আশা ছাড়েননি। গত নভেম্বরে বলেছিলেন, সেই লক্ষ্যে কাজ করার কথা।
কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন রদ্রি, সেটা এখনও স্পষ্ট নয়। তবে তার অনুশীলনে ফেরা স্বাভাবিকভাবেই সিটির জন্য বড় স্বস্তির। চোটকে স্বাভাবিক হিসেবেই দেখছেন রদ্রি। চলতি মাসের শুরুতে রদ্রি বলেন, এসব চোট খেলারই একটি অংশ।
তিনি জানান, “সবকিছুর জন্য সবসময় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই এবং এই ধরনের সময়ে ইতিবাচক থাকার চেষ্টা করি এবং সম্ভবত অন্য সব কাজ করি, যেগুলোতে অভ্যস্ত নই।”
রদ্রির অনুপস্থিতি চলতি মৌসুমে সিটির পারফরম্যান্সে খুব ভালোভাবেই ফুটে উঠেছে। ছন্দ হারিয়ে ফেলা দলটি ছিটকে পড়েছে প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার দৌড় থেকে। এক্স প্লে-অফের দুই লেগেই হেরে তারা বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। লিগ টেবিলে এখন চতুর্থ স্থানে আছে সিটি। ২৭ ম্যাচে ১৪ জয় ও ৭ ড্রয়ে তাদের পয়েন্ট ৪৭।
একটি শিরোপা জয়ের সম্ভাবনা এখনও আছে সিটির । এফএ কাপে এখনও টিকে আছে তারা। টুর্নামেন্টের পঞ্চম রাউন্ডে শনিবার প্লাইমাউথের মুখোমুখি হবে গুয়ার্দিওলার দল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ