নারী কাবাডি বিশ্বকাপে ইরানের মেয়েদের জয়রথ থামাল চাইনিজ তাইপে। গতকাল মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ইরানকে ৩১-২১ পয়েন্টে পরাজিত করেছে তারা। এটি চাইনিজ তাইপের টানা তৃতীয় জয়। ম্যাচের শুরুতে দুবার এগিয়ে যায় ইরান। তবে প্রতিবারই সমতায় ফেরে চাইনিজ তাইপের মেয়েরা। প্রথমার্ধেই ১৭-১১ ব্যবধানে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে ইরান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও প্রতিপক্ষকে পেছনে ফেলতে পারেনি। এর আগে জাঞ্জিবার ও কেনিয়াকে হারিয়েছে চাইনিজ তাইপে। টানা তৃতীয় জয়ে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত করেছে ভারত। গতকাল তারা ৬৩-২২ পয়েন্টে উড়িয়ে দিয়েছে জার্মানির মেয়েদের। এ ছাড়া গতকাল জয় পেয়েছে নেপালের মেয়েরা। তারা কেনিয়াকে ২৮-২১ পয়েন্টে হারিয়েছে।