এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচেও জয়ের দেখা পেল না বসুন্ধরা কিংস। গতকাল জাবের আল মুবারক আল হামাদ স্টেডিয়ামে কুয়েত এসসির কাছে ২-০ গোলে হেরেছে মারিও গোমেজের দল। ম্যাচের প্রথম মিনিটে ইউসেফ আল সুলাইমানের গোলে এগিয়ে যায় কুয়েত এসসি। সামি আল সানেয়ার ক্রসে ডি-বক্সের ভিতর থেকে হেডে গোলটা করেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে তাহা খেনিসির গোলে ব্যবধান বাড়ায় কুয়েত এসসি। মোহাম্মদ দাহামের ক্রসে বল পেয়ে ডি-বক্সের ভিতর থেকে ডান পায়ের শটে গোল করেন তাহা। বসুন্ধরা কিংসও বেশ কয়েকটি গোলের দারুণ সুযোগ তৈরি করে। কিন্তু কিংসের কেউ বল জালে স্পর্শ করাতে পারেননি। এ জয়ে নকআউটে পৌঁছে গেছে কুয়েত এসসি। এদিকে খেলতে যাওয়ার আগে বড় ধরনের এক দুর্ঘটনার কবল থেকে বেঁচে যান বসুন্ধরা কিংসের ফুটবলাররা। ক্লাবের ফুটবলারদের বহনকারী গাড়ির চাকা ফেটে যায় মাঝপথে। অবশ্য ক্লাবের মিডিয়া ম্যানেজার শিহাব জানান, দলের সবাই সুস্থ আছেন। এ দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেলেও ম্যাচে পরাজয় এড়াতে পারেননি আনিসুর রহমান জিকোরা।