এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ এখনো নাম ঘোষণা করেনি। তবে প্রস্তুতি শুরু করেছে। এর মধ্যে আবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবেন লিটন দাসরা। ৩০ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর ম্যাচ তিনটি হবে সিলেটে। সবকটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। সিরিজ খেলতে নেদারল্যান্ডস ক্রিকেটারের নামও ঘোষণা করেছে। আসছেন না দলের তিন ক্রিকেটার বাস লিডে, রল ফন ডান মেরওয়া ও মাইকেল নেভিটা। তবে নেদারল্যান্ডসের চেনা এক মুখ আসছেন। যিনি বাংলাদেশেরও খুবই পরিচিত ছিলেন। ডাচ দলের প্রধান কোচ রায়ান কুক। তিনি বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফিল্ডিং কোচ ছিলেন। তার কোচিংয়ে ২০২২ সালে টি-২০ বিশ্বকাপে প্রাথমিক পর্বে দুটি ম্যাচ জিতে মূল পর্বে জায়গা করে নেয় নেদারল্যান্ডস।
নেদারল্যান্ডস স্কোয়াড
স্কট নডওয়ার্ডস (অধিনায়ক), মাক্স ওডাউড, ভিক্রামজিং সিং, আনিল নিদামানুর, নোয়াজ ক্রোব, সাকিব জুলফিকার, রায়ান ক্রেটন, কাইন ক্রেটন, আরিয়ান দত্ত, পল ফন মির্কেরেন, পারিব আহমাদ, ব্রেন ক্রেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্কল ও ফ্রেড ক্লাসেন।