সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের ফাঁসির দাবিতে সুপ্রিম কোর্ট চত্বরে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। গতকাল দুপুর দেড়টার দিকে বিএনপিপন্থি আইনজীবীরা এ বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলকারী আইনজীবীরা বলেন, খায়রুল হক ছিলেন স্বৈরাচার হাসিনার কারিগর। তার একমাত্র শাস্তি ফাঁসি। এ দেশে কোনো স্বৈরাচারের স্থান আর হবে না।
বাংলাদেশ সুপ্রিম কোর্টে বিচারকের উপস্থিতিতে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। গতকাল সংগঠনটির এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী এবং সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমাউন কবির বলেন, যে কোনো পরিস্থিতিতেই আদালত কক্ষে অপ্রীতিকর ঘটনা এবং সহিংসতা অমার্জনীয়। বিচারকদের উপস্থিতিতে সংঘটিত এ ঘটনা দেশের সর্বোচ্চ আদালত এবং দেশের আইনজীবীদের মর্যাদা ব্যাপকভাবে ক্ষুণ্ন করেছে।
ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এর আগে সোমবার রাজধানীর যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় এ বি এম খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানিতে আসামিপক্ষের ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কি হয়। বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের এজলাস কক্ষে এ ঘটনা ঘটে। পরে আদালত রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে আগামী ১৭ আগস্ট এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।