দেশের পর্যটন খাতের বিকাশ ও সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে আয়োজন করা হয় ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫’ দৌড় প্রতিযোগিতা। গতকাল সকাল ৬টায় রাজধানীর হাতিরঝিল পুলিশ প্লাজা থেকে শুরু হয়ে এখানেই আবার শেষ হয় প্রতিযোগিতা। যেখানে ছিল ছোটদের জন্য দুই কিলোমিটার ও বড়দের জন্য সাড়ে ৭ কিলোমিটার দৌড়। এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) এর আয়োজন করে। এতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবেরসহ ঢাকায় নিযুক্ত ১০টি দেশের রাষ্ট্রদূত, এভিয়েশন ও পর্যটন খাত সংশ্লিষ্টরা, ট্রাভেলার ও পেশাদার রানারসহ ৭ শতাধিক রানার অংশ নেন। দৌড়ে সাড়ে ৭ কিলোমিটার পুরুষ ক্যাটাগরিতে প্রথম এলাহী সরদার, দ্বিতীয় আশরাফুল আলম ও তৃতীয় হয়েছেন সাজ্জাদ হোসেন এবং নারী ক্যাটাগরিতে প্রথম সাদিয়া শাওলিন সিগমা, দ্বিতীয় স্বর্ণা ও তৃতীয় হয়েছেন ফারজানা। দুই কিমি ফান রানের প্রথম জিসান, দ্বিতীয় অভি ইসলাম এবং তৃতীয় হয়েছেন জহুরুল। রান শেষে হাতিরঝিলের এমফিথিয়েটরে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি র্যাফেল ড্রর মাধ্যমে পাঁচজন ভাগ্যবানকে ঢাকা থেকে মিলান, জোহানেসবার্গ, ব্যাংকক, মালদ্বীপ এবং কক্সবাজারের রিটার্ন টিকিট দেওয়া হয়। এ সময় বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের বলেন, আয়োজনটি উপভোগ্য ছিল। পর্যটনের প্রসারে এটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করছি। এ ছাড়া সংগঠনের প্রথম ম্যারাথনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অভিভূত জানিয়ে দেশের পর্যটনকে বিশ্বের কাছে পৌঁছে দিতে এটিজেএফবি আগামীতে শীতকালীন ম্যারাথন আয়োজন করবে বলে ঘোষণা দেন সভাপতি তানজিম আনোয়ার।