বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ ফুটবল ফাইনালে কে হবে ঢাকা আবাহনীর প্রতিপক্ষ? আগামীকালই তা নির্ধারিত হয়ে যাবে। বসুন্ধরা কিংস অ্যারিনায় দ্বিতীয় কোয়ালিফায়ারে বসুন্ধরা কিংস লড়বে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডসের বিপক্ষে। প্রথম কোয়ালিফায়ারে টাইব্রেকারে আবাহনীর কাছে হেরে যাওয়ায় এমন লড়াইয়ে মুখোমুখি হতে হচ্ছে তিনবারের চ্যাম্পিয়ন কিংসকে। ওই ম্যাচে ৮৪ মিনিট পর্যন্ত কিংস এগিয়ে থাকার পরও নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ ড্র করে আবাহনীর বিপক্ষে। অতিরিক্ত ৩০ মিনিটে ম্যাচ নিষ্পত্তি না হওয়ায় টাইব্রেকারে গড়ায়। এখানে ৪-২ ব্যবধানে জিতে ফাইনালে জায়গা করে নেয় সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়নরা। রহমতগঞ্জ এলিমিনেটর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে পিছিয়ে থাকলেও নির্ধারিত সময়ে ম্যাচে সমতা ফেরায় পুরোনো ঢাকার ক্লাবটি। অতিরিক্ত সময় ব্রাদার্সের জালে বল পাঠিয়ে ২-১ গোলে জিতে যায়। ২০১৮-১৯ মৌসুমে অভিষেকের পর কিংস একাধিকবার রহমতগঞ্জের বিপক্ষে লড়লেও কখনো হারেনি। এরপরও কিংস অ্যারিনায় সতর্ক হয়ে খেলতে হবে রাকিবদের। আক্রমণে বোয়াটেং ও সলোমন কিং দুর্দান্ত খেলছেন। আবাহনীর বিপক্ষে ও পেশাদার লিগের দ্বিতীয় লেগে তারা গোল হজম করেছে রক্ষণভাগের ভুলে।
ভেন্যু
বসুন্ধরা কিংস অ্যারিনা
সময়
বেলা ২টা ৪৫
সরাসরি সম্প্রচার : টি স্পোর্টস