ক্রীড়াঙ্গন ছিল হামজাময়। এখনো তাকে ঘিরে আলোচনা চলছে। ২১ ফেব্রুয়ারি পেশাদার ফুটবলে দ্বিতীয় লেগ শুরু হলেও ২২ ফেব্রুয়ারি দশম রাউন্ডের পর লিগ লম্বা বন্ধ। এশিয়ান কাপ বাছাইয়ে প্রস্তুতি, ম্যাচ ও ঈদুল ফিতর ঘিরে ৪৮ দিন বন্ধ। চলতি মাসেই ১১ এপ্রিল ফের মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবলে সবচেয়ে মর্যাদাকর এ আসর। এর আগে আবার ফেডারেশন কাপের হাইভোল্টেজ ম্যাচ। ৮ এপ্রিল কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর লড়াই। যারা জিতবে তারাই ফাইনাল খেলবে। অবশ্য হারলেও বিদায় ঘটবে না। একই দিনে ময়মনসিংহ এলিমেনেটর ম্যাচে রহমতগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন লড়বে। যারা জিতবে তাদের সঙ্গেই কুমিল্লার পরাজিত দল লড়বে।
ঘরোয়া আসর দীর্ঘদিন বন্ধ থাকলেও দেশের ক্রীড়াঙ্গন ছিল ফুটবলেই বন্দি। আর তা ছিল হামজাময়। ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তার। ম্যাচ গোলশূন্য ড্র হলেও হামজার নৈপুণ্য দেখে দর্শকরা মুগ্ধ। সেই আলাচনা এখনো চলছে। মনজয় করে ইংল্যান্ডেও ফিরে গেছেন হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ প্রিমিয়ারে দ্বিতীয় স্তরের লিগে শেফিল্ড ইউনাইটেডের পক্ষে ম্যাচ খেলে ম্যাচসেরাও হয়েছেন। জুনে ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে আবারও উড়ে আসবেন হামজা। এর মধ্যেই ঘরোয়া আসরের লড়াই চলবে। লিগ কারা জিতবে তা ঠিক হয়ে যাবে। নির্ধারিত হবে ফেডারেশন কাপের শিরোপাও।
ঢাকা মোহামেডান ১০ ম্যাচ ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে রয়েছে। ২৩ পয়েন্টে ঢাকা আবাহনী দ্বিতীয় ও ২০ পয়েন্ট নিয়ে টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের অবস্থান তিনে। কে চ্যাম্পিয়ন হবে কয়েক রাউন্ড যাওয়ার পর তা অনেকটা নিশ্চিত হবে। তবে শীর্ষে থাকা তিন দলের মধ্যেই লড়াই সীমাবদ্ধ থাকার সম্ভাবনা বেশি। ১১তম রাউন্ড দিয়ে প্রতিটি দলে নতুন বিদেশির দেখা মিলবে। ঢাকা আবাহনীতে প্রথম লেগে শুধু স্থানীয়রা মাঠে নামলেও দ্বিতীয় লেগে দ্তিীয় ম্যাচে দুই বিদেশির দেখা মিলবে। কিংসে মিগেল ফিগেরা ও জনাথন ফার্নান্দেজের পাশে নতুন দুই বিদেশি থাকবেন। মোহামেডানেও নতুন এক বিদেশি অন্তর্ভুক্ত করেছে।
ব্রাদার্স ইউনিয়ন, পুলিশ এফসি, ফর্টিস এফসি, রহমতগঞ্জ, চট্টগ্রাম আবাহনীও শক্তি বাড়াতে নতুন বিদেশিদের উড়িয়ে এনেছে। এতে প্রতিটি ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা বেশি। তবে তিন ম্যাচের ওপরই শিরোপার ভাগ্য নির্ধারণ হতে পারে। ১২ এপ্রিল বসুন্ধরা কিংস অ্যারিনায় মোহামেডান তাদের অ্যাওয়ে ম্যাচ খেলবে কিংসের বিপক্ষে। ২৬ এপ্রিল কুমিল্লায় আবাহনী-মোহামেডান মুখোমুখি হবে। ২ মে কিংস অ্যারিনায় কিংস ও আবাহনী মুখোমুখি হবে। টানা দুই ম্যাচ জিতে গেলেই মোহামেডানে শিরোপার কাছে পৌঁছে যাবে। ড্র করলেও সুবিধাজনক স্থানে থাকবে। হেরে গেলে শিরোপার লড়াই জমে উঠবে। আবার শীর্ষে তিনে থাকা দলগুলো ব্রাদার্স, পুলিশ, ফর্টিস ও রহমতগঞ্জের বিপক্ষে কী করবে সেটাও দেখার বিষয়। প্রথম লেগে ইয়ংমেন্স ফকিরেরপুলের কাছে একমাত্র ম্যাচটি হারে মোহামেডান। সে ক্ষেত্রে কাউকে তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না।