মুষলধারে না হলেও রাওয়ালপিন্ডিতে গতকাল সারা দিন টিপ টিপ বৃষ্টি হয়েছে। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুুদুল্লাহ রিয়াদ, নাহিদ রানা, মেহেদি হাসান মিরাজদের কেউই হোটেল থেকে বের হননি। তাই অনুশীলন করেননি। বৃষ্টির সময় টিম হোটেলে জিম করে সময় পার করেছেন ক্রিকেটাররা। বৃষ্টির জন্য অনুশীলন বাতিল করেছে টাইগার টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানের বিপক্ষে আজ জয়ের সম্ভাবনা রয়েছে কি? উত্তরে সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘পাকিস্তান তাদের সেরাটা খেলতে পারেনি। আমরাও পারিনি। বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই ভালো। আমি মনে করি আগামীকাল (আজ) একটি ভালো ম্যাচ হবে। ভালো করতে হলে ব্যাটার এবং বোলারদের আরও ভালো করতে হবে। যদিও কিছুদিন ধরে বোলাররা ভালো করছেন। ম্যাচটি আনুষ্ঠানিকতার। প্রতিটি ম্যাচই ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ। আমি মনে করি এ ম্যাচটি অনেক ক্রিকেটারের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে।’
বাংলাদেশ ও পাকিস্তান দুই দলেরই চ্যাম্পিয়নস ট্রফি কার্যত শেষ। দুই দলই দুই ম্যাচ হেরে সেমিফাইনালের আগে ছিটকে পড়েছে। আজ টুর্নামেন্টে আনুষ্ঠানিকতার ম্যাচ খেলবে দল দুটি। দুটি ম্যাচ হেরে বিদায় নিয়েছে চ্যাম্পিয়নস ট্রফি থেকে। ব্যর্থতার কারণ হিসেবে প্রস্তুতির দিকে আঙুল তোলেন সহকারী কোচ সালাউদ্দিন। তিনি বলেন, ‘আমি বলব প্রস্তুতি ভালো হয়নি। আরও ভালো প্রস্তুতি হওয়া উচিত ছিল। টুর্নামেন্টে পাঁচটি দল এসেছে ভালো প্রস্তুতি নিয়ে।’ ঢাকা ছাড়ার আগে টাইগার কোচ ফিল সিমন্সও জানিয়েছিলেন, প্রস্তুতি ঘাটতির কথা। কিন্তু অধিনায়ক দল নিয়ে ঢাকা ছাড়েন শিরোপা জিততে।
পাকিস্তান তাদের সেরাটা খেলতে পারেনি। আমরাও পারিনি। বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই ভালো। আমি মনে করি আগামীকাল (আজ) একটি ভালো ম্যাচ হবে।
মোহাম্মদ সালাউদ্দিন, সহকারী কোচ
টার্গেট শিরোপা; দেশ ছাড়ার আগে এমনই বলেছিলেন টাইগার অধিনায়ক নাজমুল। ভারতের কাছে ৬ উইকেটে এবং নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে পড়ে। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে হারের পর টাইগার অধিনায়ক মিডিয়ার মুখোমুখিতে জানান, দল এলোমেলো ক্রিকেট খেলছে। তাহলে কি চাপ সামাল দিতে পারছেন না ক্রিকেটাররা? কিংবা আইসিসির টুর্নামেন্টগুলোতে ভালো করার সামর্থ্য নেই টাইগারদের? সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বিশ্বাস করেন না ক্রিকেটারদের সামর্থ্যরে অভাবের কথা, ‘আমাদের সামর্থ্য না থাকলে আমরা চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারতাম না। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা তো খেলতে পারছে না। আবার একই সঙ্গে বলব, শুধু অংশগ্রহণের জন্য খেলতে আসারও কোনো অর্থ নেই। দুটি খেলাতেই আমরা ৫০ রান করে কম করেছি। প্রথম ম্যাচে টপ অর্ডার ব্যর্থ হয়েছে। দ্বিতীয় ম্যাচে মিডল অর্ডার ব্যর্থ ছিল। এ সময়ে আমাদের কেউই দায়িত্ব নিয়ে বড় স্কোর করতে পারেনি।’
বাংলাদেশ ও পাকিস্তান এই প্রথম চ্যাম্পিয়নস ট্রফিতে খেলছে। এর আগে ৩৯ ম্যাচে দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছে। বাংলাদেশের পাঁচ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ৩৪টি। ১৯৯৯ সালে ওয়ানডে বিশ্বকাপে প্রথম জয় পায় টাইগাররা। এরপর ২০১৫ সালে ঘরের মাটিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে পাকিস্তানকে। ২০১৮ সালে এশিয়া কাপে হারায়। দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল কলকাতায় ইডেন গার্ডেনে। হেরেছিল টাইগাররা।