নাসার বিজ্ঞানীরা গ্রহাণু বেন্নু থেকে সংগৃহীত নমুনায় জীবনের ‘মূল উপাদান’ খুঁজে পেয়েছেন। ২০২৩ সালে একটি মহাকাশযানের মাধ্যমে বেন্নু থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে আনা হয়। সম্প্রতি ন্যাচার জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, এই নমুনায় অর্গানিক যৌগ, নাইট্রোজেন এবং বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে, যা জীবনের উৎপত্তির রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিজ্ঞানীরা জানান, বেন্নু থেকে পাওয়া নমুনায় ডিএনএ-র মূল উপাদান নিউক্লিওবেস এবং প্রোটিন তৈরির রাসায়নিক অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতি পাওয়া গেছে। এছাড়াও খনিজ ও লবণের মধ্যে এমন উপাদান রয়েছে, যা ইঙ্গিত দেয় বেন্নুতে একসময় পানি থাকতে পারে। এ নমুনায় পাওয়া অ্যামোনিয়া জীবনের জন্য অপরিহার্য রাসায়নিক প্রক্রিয়ার অংশ, যা প্রমাণ করে যে গ্রহাণুগুলো আদিকালে পৃথিবীতে পানি ও অর্গানিক পদার্থ সরবরাহ করেছিল।
নাসার সায়েন্স মিশন ডিরেক্টরেটের সহযোগী প্রশাসক নিকি ফক্স বলেন, গ্রহাণু আমাদের গ্রহের ইতিহাসের একটি সময়-সংরক্ষণ বাক্স। বেন্নুর নমুনা থেকে জানা যাচ্ছে, পৃথিবীতে জীবনের আগে সৌরজগতে কী ধরনের উপাদান ছিল।"
লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের কসমিক মিনারেলজিস্ট অধ্যাপক সারা রাসেল বলেন, এটি আমাদের নিজেদের উৎপত্তি সম্পর্কে নতুন কিছু জানার সুযোগ দিচ্ছে। আমরা জীবনের শুরু সম্পর্কে এমন সব প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি, যা যুগান্তকারী হতে পারে।
বিজ্ঞানীরা আরও মনে করছেন, বেন্নুর এই অর্গানিক উপাদানগুলো সৌরজগতের অন্য গ্রহেও পৌঁছাতে পারে। যদিও বেন্নুতে জীবন ছিল বলে প্রমাণ পাওয়া যায়নি, তবে এটি বিশ্বাসযোগ্য যে, জীবনের উপাদানগুলো গ্রহাণুর মাধ্যমে পৃথিবীতে আনা হয়েছিল এবং তা জীবনের শুরুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
এ গবেষণা মহাবিশ্বে জীবনের উৎপত্তি নিয়ে আরও গভীর প্রশ্ন উত্থাপন করছে এবং একইসঙ্গে আমাদের নিজেদের অস্তিত্বের শেকড় খুঁজে বের করতে নতুন দিশা দেখাচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল