আগামী ২৭ মার্চ, আকাশে বিরল এক মহাজাগতিক বিস্ফোরণ দেখা যেতে পারে। গবেষকদের মতে, ‘টি করোনা বোরিয়ালিস’ (T Coronae Borealis) নামের একটি নক্ষত্র বিস্ফোরিত হয়ে কয়েক রাতের জন্য অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠবে। এটি প্রতি ৮০ বছর পরপর এমনভাবে জ্বলে ওঠে, যা শেষবার দেখা গিয়েছিল ১৯৪৬ সালে।
কেন এই বিস্ফোরণ ঘটবে?
টি করোনা বোরিয়ালিস একটি যুগল নক্ষত্র (binary star system), যা প্রায় ৩,০০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। এতে দুটি নক্ষত্র রয়েছে—একটি লাল দানব (Red Giant) এবং একটি শ্বেত বামন (White Dwarf)।
লাল দানব নক্ষত্রটি বৃদ্ধির ফলে এর বাইরের স্তর থেকে গ্যাস নির্গত হতে থাকে। এই গ্যাস শ্বেত বামন নক্ষত্রটি টেনে নেয় এবং একসময় এত বেশি পরিমাণে গ্যাস জমা হয় যে, একটি তীব্র থার্মোনিউক্লিয়ার বিস্ফোরণ ঘটে। এর ফলে নক্ষত্রটি অতি উজ্জ্বল হয়ে ওঠে এবং পৃথিবী থেকে খালি চোখে দেখা যায়।
কতটা উজ্জ্বল হবে?
গবেষকদের মতে, বিস্ফোরণের ফলে টি করোনা বোরিয়ালিস উত্তর তারকার (North Star) মতো উজ্জ্বল হয়ে উঠবে এবং কয়েক রাত ধরে দৃশ্যমান থাকবে। এর আগে, নক্ষত্রটি ১৭৮৭, ১৮৬৬ এবং ১৯৪৬ সালে একইভাবে বিস্ফোরিত হয়েছিল।
তবে, গবেষকরা বলছেন, এটি এখনো একটি অনুমানভিত্তিক পূর্বাভাস, এবং বিস্ফোরণ সঠিক সময়ে ঘটবে কি না, তা নিশ্চিত নয়। যদি এটি সত্যিই ঘটে, তাহলে ৮০ বছরে একবার দেখা মেলে এমন এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হবে বিশ্ব।
বিডিপ্রতিদিন/কবিরুল