অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সতর্ক করবে ইরান সরদারের উদ্ভাবিত ‘অগ্নি’ নামের ডিভাইস। অফিস, শিল্পকারখানা এবং বাসাবাড়িতে অগ্নিকাণ্ড হলে সেটি নিয়ন্ত্রণের জন্য বাংলা ও ইংরেজি ভাষায় ডেকে সতর্ক করবে এ যন্ত্রটি। এ ছাড়াও অ্যালার্ম বাজিয়ে সতর্ক করে দেবে সবাইকে। বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের ইব্রাহিম সরদার ও মমতাজ বেগম দম্পতির ছোট ছেলে ইরান সরদার। ইরান সরদার এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। ভবিষ্যতে রোবটিকস নিয়ে কাজ করতে আগ্রহী সে। ইরান সরদার বলেন, ‘বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পর আমি অগ্নি ডিভাইসটি উদ্ভাবন করেছি। মানুষের ব্যবহার উপযোগী খুব অল্প সময়ের মধ্যে অগ্নি ডিভাইসটি তৈরি করা সম্ভব। ডিভাইসটি তৈরি করতে সর্বমোট ১০ হাজার টাকা খরচ হয়েছে।
অগ্নি দুর্ঘটনার মূল কারণ হচ্ছে গ্যাস লাইন লিকেজ এবং মানুষের অসাবধানতা। বাসাবাড়ি, অফিস-আদালত, শিল্পকারখানায় ‘অগ্নি’ নামের এ ডিভাইসটি ব্যবহার করা হলে অগ্নিকাণ্ডে প্রাণ বাঁচবে অনেকের। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আগৈলঝাড়ার খুদে উদ্ভাবক ইরান সরদারের ‘অগ্নি’ ডিভাইসটি সময়োপযোগী একটি উদ্ভাবন। ইরান সরদারের ‘অগ্নি’ ডিভাইসটি অগ্নিকাণ্ড থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে এবং মানুষকে সচেতন করতে ব্যাপক ভূমিকা রাখবে।’