নোয়াগাঁও। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা দক্ষিণ ইউনিয়নের একটি গ্রাম। বিস্তীর্ণ ফসলের মাঠ। যেদিকে চোখ যায় সেখানে হলুদ সরিষা ও সাদা ধনিয়া ফুলের ছড়াছড়ি। হলুদ ও সাদা ফুলে উড়ছে মৌমাছি। ফুলে ফুলে ভোঁ ভোঁ শব্দে মৌমাছি ওড়ে। যেন মৌমাছির রাজ্য। সেই মৌমাছির দল ফুলের মধু নিয়ে ছুটছেন জমির পাশে রাখা মধুর বাক্সে। মধু রেখে আবার ফিরছেন জমিতে। এ দৃশ্য দেখে খুশি কৃষক ও মৌচাষিরা। কারণ মৌমাছির মাধ্যমে ফুলের বেশি পরাগায়ণ হচ্ছে। এতে বাড়বে ফসল উৎপাদন। এদিকে বেশি মধু আহরণের আশায় খুশি মৌচাষিরা। এমন দৃশ্য চোখে পড়ে নোয়াগাঁওসহ বিচাপিতলা, শ্রীকাইল, রামচন্দ্রপুর, আমিননগর, রোয়াচালা, পীরকাশিমপুর, কামাল্লা, কাগাতুয়া ও আকুবপুরসহ বিভিন্ন গ্রামের মাঠে। সূত্রমতে, জেলায় এবার ১৫ হাজার ২৮০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। তার মধ্যে মুরাদনগরে চাষ হয়েছে ৯ হাজার ৯ হেক্টর জমিতে। এ ছাড়া জেলার উল্লেখযোগ্য মুরাদনগরে ৪৫০ হেক্টর জমিতে ধনিয়ার চাষ হয়েছে। কৃষক মোয়াজ্জেম হোসেন ও আবদুল মান্নান বলেন, ‘আগে আমাদের ভুল ধারণা ছিল। মৌমাছি এলে ফসল উৎপাদন কমে যায়। তবে পরে কৃষি কর্মকর্তাদের মাধ্যমে জানলাম, মৌমাছির কারণে ২০-২৫ ভাগ ফসল উৎপাদন বাড়ে। এছাড়া গ্রামে এখন কম দামে খাঁটি মধু পাওয়া যায়। পাশের দেবিদ্বার উপজেলার বাসিন্দা মৌচাষি এমদাদুল হক। তিনি বলেন, মুরাদনগরে মধুর খোঁজে শতাধিক চাষি বাক্স ফেলেছেন। তিনিও ২৫০টি বাক্স ফেলেছেন। তিনি আশা করছেন এই মৌসুমে ৪ টন মধু পাবেন। সরেজমিনে দেখা যায়, কুমিল্লা, সাতক্ষীরা, টাঙ্গাইল, যশোর, মানিকগঞ্জ ও পাবনা থেকে মৌচাষিরা এসেছেন। কিছু এলাকার কৃষক মৌ বক্স স্থাপনে আপত্তি জানাচ্ছেন। সেখানে উপ-সহকারী কর্মকর্তা মো. রায়হান ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুর আলম মাঠে গিয়ে তাদের মৌ বক্স স্থাপনের সুফল বর্ণনা করছেন। এদিকে মৌচাষিরা জমে যাওয়া মধু সংগ্রহ করছেন। ট্রে থেকে পড়ছে তাজা টসটসে মধু। বাতাসে ভাসছে মধুর মিষ্টি ঘ্রাণ। স্থানীয়রা তাজা মধু কিনতে ভিড় জমাচ্ছেন। উপজেলা কৃষি অফিসার পাভেল খান পাপ্পু বলেন, ‘জেলার প্রায় অর্ধেক সরিষা চাষ হয়েছে মুরাদনগরে। এখানে কৃষকের ফসল উৎপাদন বাড়াতে মৌচাষিদের উদ্বুদ্ধ করা হয়েছে। আমরা খোঁজ নিয়ে জেনেছি, গত বছর ১৭ টন মধু পাওয়া গেছে। এবার জমি ও মৌমাছির পরিমাণ বেড়েছে। তাই ৪০ টন মধু পাওয়া যাবে বলে আশা করছি।
শিরোনাম
- যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পর্যালোচনা করছে বাংলাদেশ
- গাজার ‘বিস্তীর্ণ এলাকা’ দখলে নিতে চায় ইসরায়েল
- শিগগিরই দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক, ঘনিষ্ঠদের বলেছেন ট্রাম্প
- এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?
- ৮ মাসে বাণিজ্য ঘাটতি কমলো ৪.৪১ শতাংশ
- হঠাৎ উত্তপ্ত সিলেট: আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩ এপ্রিল)
- নিখোঁজ প্রতিবন্ধীর লাশ মিললো ডোবায়
- টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- জমি নিয়ে বিরোধে বোনের হাতে প্রাণ হারালো ভাই
- চাঁদপুরে দুই মাদক কারবারি গ্রেফতার
- ঈদের তৃতীয় দিনে দেড় লাখ দর্শনার্থীতে মুখর চিড়িয়াখানা
- উত্তেজনা বাড়িয়ে ভারত মহাসাগরে ৬টি বোমারু বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের
- ১১ জনের খেলায় ১২ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩ রান করে বিশ্বরেকর্ড!
- কোস্টারিকার নোবেলজয়ী সাবেক প্রেসিডেন্টের মার্কিন ভিসা বাতিল
- রাজধানীতে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
- নাগরিকত্ব পাওয়া নিয়ে দুঃসংবাদ দিল ইতালি, যা রয়েছে নতুন আইনে
- ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা
- ট্রেনের ছাদে টিকটক করতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের
- গাজায় এক মাস ধরে বন্ধ ত্রাণ প্রবেশ, দুর্ভিক্ষের আশঙ্কা
সরিষা ধনিয়ার মাঠে মধু উৎসব
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর