পাড়ায় পাড়ায় প্রায় ২২ বছর ধরে ৫ টাকা দামে মিষ্টি ও নিমকি ফেরি করে বিক্রি করছেন নিজাম উদ্দিন। দিনাজপুরের খানসামায় ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। মিষ্টি ও নিমকি তৈরির প্রয়োজনীয় উপকরণের দাম বাড়লেও বিক্রি কমেনি তার। কিছুদিন আগেও জিনিসপত্রের দাম কম থাকায় তিনি মাত্র এক টাকা দামে প্রতি পিস মিষ্টি ও নিমকি বিক্রি করেছেন। কিন্তু বর্তমানে সেটি পাঁচ টাকায় বিক্রি করছেন। নিজাম উদ্দিনের বাসায় গিয়ে দেখা যায়, স্ত্রী সাহারা বেগম ও ছোট ছেলে সোলাইমান ইসলামসহ মিষ্টি ও নিমকি তৈরির কাজে ব্যস্ত তিনি। প্রায় ৬২ বছর বয়সি নিজাম উদ্দিন খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া গ্রামের পূর্ব মাদার ডাঙ্গার মেছের মণ্ডলের ছেলে। যুবক বয়সে তিনি কৃষি কাজ করতেন। ২০০০ সালের দিকে ভগ্নিপতির মাধ্যমে মিষ্টি ও নিমকি তৈরিতে হাতেখড়ি হয় তার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সময়ের সঙ্গে বদলেছে জীবনজীবিকা। এখান থেকে উপার্জিত অর্থেই চলছে তার সংসার। নিজাম উদ্দিনের তৈরি এই মিষ্টি প্রতি কেজিতে ৫৫-৬০টি ও নিমকি প্রতি কেজিতে প্রায় ৬০টি হয়। বর্তমানে প্রতি পিস ৫ টাকা ও প্রতি কেজি ২৫০-২৬০ টাকা দামে বিক্রি করছেন তিনি। এতে উৎপাদন খরচ বাদে প্রতি সপ্তাহে তার ৩ থেকে ৪ হাজার টাকা লাভ হয়। স্থানীয় রহিদুল ইসলাম রাফি বলেন, ‘নিজাম চাচার মিষ্টি-নিমকির ভালোই স্বাদ। আমরা প্রায়ই ওনার তৈরি মিষ্টি ও নিমকি খাই, ভালোই লাগে।’ নিজাম উদ্দিন জানান, নিজ এলাকা থেকে গাভীর দুধ সংগ্রহ ও প্রয়োজনীয় পণ্য ক্রয় করে পরিবারের সদস্যের সহায়তায় নিয়মিত মিষ্টি ও নিমকি তৈরি করেন তিনি। প্রতি সপ্তাহে প্রায় ১৫-১৬ কেজি মিষ্টি ও ১৫-১৬ কেজি নিমকি তৈরি ও বিক্রি করেন। শুরুতে জিনিসপত্রের দাম কম থাকায় মাত্র এক টাকা দামে প্রতি পিস মিষ্টি ও নিমকি বিক্রি করলেও বর্তমানে সেটি পাঁচ টাকায় বিক্রি করতে হচ্ছে। করোনা মহামারির সময় থেকে জিনিসপত্রের দাম বৃদ্ধির সঙ্গে মিষ্টি ও নিমকির দামও বৃদ্ধির কথা জানান তিনি। নিজাম উদ্দিন বলেন, ‘আমার নিয়মিত কিছু গ্রাহক আছে যারা নিয়মিতই মিষ্টি-নিমকি ক্রয় করেন। বর্তমান সময়ে মিষ্টি ও নিমকি তৈরির উপকরণ দুধ, চিনি, ময়দা ও ভোজ্যতেলের দাম বেড়েছে। তবুও মান ঠিক রেখে নিয়মিত মিষ্টি ও নিমকি তৈরি ও বিক্রয় করছি।’
শিরোনাম
- যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পর্যালোচনা করছে বাংলাদেশ
- গাজার ‘বিস্তীর্ণ এলাকা’ দখলে নিতে চায় ইসরায়েল
- শিগগিরই দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক, ঘনিষ্ঠদের বলেছেন ট্রাম্প
- এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?
- ৮ মাসে বাণিজ্য ঘাটতি কমলো ৪.৪১ শতাংশ
- হঠাৎ উত্তপ্ত সিলেট: আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩ এপ্রিল)
- নিখোঁজ প্রতিবন্ধীর লাশ মিললো ডোবায়
- টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- জমি নিয়ে বিরোধে বোনের হাতে প্রাণ হারালো ভাই
- চাঁদপুরে দুই মাদক কারবারি গ্রেফতার
- ঈদের তৃতীয় দিনে দেড় লাখ দর্শনার্থীতে মুখর চিড়িয়াখানা
- উত্তেজনা বাড়িয়ে ভারত মহাসাগরে ৬টি বোমারু বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের
- ১১ জনের খেলায় ১২ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩ রান করে বিশ্বরেকর্ড!
- কোস্টারিকার নোবেলজয়ী সাবেক প্রেসিডেন্টের মার্কিন ভিসা বাতিল
- রাজধানীতে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
- নাগরিকত্ব পাওয়া নিয়ে দুঃসংবাদ দিল ইতালি, যা রয়েছে নতুন আইনে
- ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা
- ট্রেনের ছাদে টিকটক করতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের
- গাজায় এক মাস ধরে বন্ধ ত্রাণ প্রবেশ, দুর্ভিক্ষের আশঙ্কা
৫ টাকায় মিষ্টি, নিমকি আজও...
রিয়াজুল ইসলাম, দিনাজপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর