► শিক্ষক : আচ্ছা রুবেল, বল তো একটা মোরগের ডিম টিনের চালে রাখা হলো তখন কী হবে?
রুবেল : যেদিকে ঢালু ডিমটা সেদিকে গড়িয়ে পড়বে মাটিতে।
শিক্ষক : গুড।
এ সময় ক্লাসের আপেল হাত তুলল।
শিক্ষক : তুমি কী বলতে চাও?
আপেল : স্যার ডিমটা পড়বে না শূন্যে ভেসে থাকবে।
শিক্ষক : মানে?
আপেল : এটা মোরগের পাড়া ম্যাজিক ডিম তো তাই।
► পরপর দুই দুটি পেনাল্টিতে গোল করতে পারেননি দলের অধিনায়ক। ভেস্তে গেছে ফাইনাল খেলার স্বপ্ন। খেলা শেষের বাঁশি বাজার পর সবার মন-টন বেশ খারাপ। এর মধ্যেই আফসোস সামলাতে না পেরে অধিনায়ক নিজেই বলে বসল, ‘ইস রে। এমন সহজ সুযোগ হারালাম, ইচ্ছা করছে নিজেই নিজেকে লাথি মারি।’
‘চিন্তার কিছু নেই। সেটাও তুমি নির্ঘাৎ মিস করবে।’ জবাব দিলেন পাশে বসে থাকা কোচ।