► জাদুঘরে গিয়েছে স্বামী-স্ত্রী। স্ত্রীর ইচ্ছে সব কটা গ্যালারি ঘুরে দেখার। কিন্তু স্বামী অনেকক্ষণ ধরে একটা পেইন্টিংয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ছবিটার নাম ‘হেমন্ত’।
স্ত্রী রেগে স্বামীর হাত ধরে টান দিয়ে বলল, কীসের জন্য অপেক্ষা করছ? শীতের?
► ছেলে : বাবা, তিনটা আঙুর আর দুটো আঙুর মিলে কটা হয়?
বাবা : এই সহজ অঙ্কটা শিখিসনি? স্কুলে শেখায়টা কী?
ছেলে : অন্য অঙ্ক শেখায়, বাবা। কলা যোগ করতে বলে।
► প্রথম বন্ধু : দোস্ত, তোর কানে তুলা গোঁজা কেন?
দ্বিতীয় বন্ধু : দোস্ত, তোর কথা কিছুই শুনতেছি না। আমার কানে তুলা গোঁজা।
► খেলার খুবই গুরুত্বপূর্ণ সময়ে আহত হলেন একজন ব্যাটসম্যান।
ফিজিও : কী সমস্যা বোধ করছ?
ব্যাটসম্যান : আমি সব কিছু তিনটা দেখতে পাচ্ছি!
ফিজিও : সমস্যা নেই। তিনটা বলের মধ্যে তুমি শুধু মাঝখানের বলটা মারবে।
পরের বলেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরল ব্যাটসম্যান।
ফিজিও : কী ব্যাপার? তুমি মাঝখানের বলটা খেলনি?
ব্যাটসম্যান : খেলেছি। কিন্তু কোন ব্যাটটা দিয়ে মারব, ঠিক বুঝতে পারছিলাম না!
► স্ত্রী তার চাকরিজীবী স্বামীর জন্য একটা ক্যালেন্ডার নিয়ে এলো, এইটা দেখে স্বামী মুখ ভার করে বলল, এই ক্যালেন্ডার আমি নেব না।
স্ত্রী উত্তর দিল, কেন? তোমার পছন্দ হয়নি?
স্বামী জবাব দিল, যে ক্যালেন্ডারে ছুটি বেশি থাকে, আমি সেই ক্যালেন্ডারটাই নেব।
সংগ্রহ : লিলি, রমনা, ঢাকা