পানির অপর নাম জীবন, সেটা আমরা সবাই জানি। কিন্তু রিল বা রিলস নামে যে একটা জিনিস আছে, এই জিনিসের অপর নাম কী, এটা আমাদের কারও কারও জানা থাকলেও সবার জানা নেই। এই জন্যই এটা নিয়ে কিঞ্চিৎ আলাপ-আলোচনা হতে পারে। আমার এক ছোটভাই বললো, ভাই, আমরা কিন্তু স্মার্ট হলেও এখন পর্যন্ত পুরোপুরি স্মার্ট হতে পারিনি। পুরোপুরি স্মার্ট হতে পারলে খুব সুবিধা। আমি জিজ্ঞেস করলাম, কী ধরনের সুবিধা? ছোটভাই বললো, বিরাট সুবিধা। তার আগে বলে নিই কী ধরনের স্মার্ট আমাদের হওয়া উচিত। আমরা কেউ কেউ চামচ দিয়ে খেতে পারি। কিন্তু অধিকাংশেরই অভ্যাস হচ্ছে হাত দিয়ে খাওয়া। এটা আর চলবে না। এখন থেকে চামচ দিয়ে খেতে হবে। যদি চামচ দিয়ে খাওয়ার মতো স্মার্ট আমরা হতে পারি, তাহলে সুবিধা আর সুবিধা। আমি এবার খানিকটা বিরক্ত হয়ে বললাম, আরে বাপুরে সুবিধা তো বুঝলাম, কিন্তু কেমন সুবিধা? কী ধরনের সুবিধা? ছোটভাই এবার কাঁচুমাচু করে বললো, না মানে চামচ দিয়ে খেলে হয় কী, খাওয়ার পাশাপাশি মোবাইলে রিলসও দেখা যায়। মনে করেন আপনি চামচ দিয়ে খেলেন না, হাত দিয়ে খেলেন। তখন কিন্তু রিলস দেখতে পারবেন না। হাতে খাবার লেগে থাকলে টাচ স্ক্রিন মোবাইলে টাচ করা যায়? যায় না কিন্তু। তার মানে আপনি যতক্ষণ খাবার খাবেন, ততক্ষণ রিলস দেখা থেকে বঞ্চিত থাকবেন। অথচ চামচ দিয়ে খেলে একটা সেকেন্ডও বাদ যাবে না। আমি বললাম, বুঝতে পেরেছি তুই কোন লেভেলের রিলস দেখনেওয়ালা। কিন্তু কথা হচ্ছে, ডান হাতে খাবার খাওয়ার সময় তো বাম হাতে টাচ স্ক্রিনে টাচ করে করে রিলস দেখাই যায়। তাহলে চামচ দিয়ে খেতে হবে কেন? ছোটভাই বললো, না ভাই, বাম হাতে মোবাইলের স্ক্রিন টাচ করলে সমস্যা। কোথাকার টাচ কোথায় গিয়ে লাগে। বোঝেন না কেন, বাম হাত তো আর ডান হাতের মতো কাজের না। এক জায়গায় টাচ করতে গিয়ে আরেক জায়গায় লেগে যেতেই পারে। যেমন ধরেন আমি এক জায়গা চাকরি করতাম। শুধু মাত্র বাম হাতে মোবাইল টাচ করতে গিয়ে চাকরিটা হারাতে হয়েছিল। আমি অবাক হয়ে বললাম, বলিস কী! বাম হাতে মোবাইল টাচ করলে চাকরি চলে যায়? ছোট ভাই বললো, যায় ভাই, যায়। আমার ওই অফিসের বস ছিল ইয়াং। সে তখন ছ্যাঁকা খেয়েছিল। তারপর আবেগ সামলাতে না পেরে সেই ছ্যাঁকা বিষয়ে একটা পোস্ট দিয়ে ফেলেছিল ফেসবুকে। আমার তখন কী করা উচিত ছিল? স্যাড রিঅ্যাক্ট দেওয়া উচিত ছিল না? আমি দিতেও যাচ্ছিলাম। কিন্তু বামে হাতে টাচ করতে গিয়ে দিয়ে ফেলেছিলাম হা-হা রিঅ্যাক্ট। ব্যস, পরদিন থেকে চাকরি নেই। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, সেটা একেবারেই বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু রিলসের বিষয়টা তো বিচ্ছিন্ন না। মানুষ এখন রিলস ছাড়া কিছুই বোঝে না। এটা কিন্তু খুবই ভয়ংকর। ছোটভাই বললো, বুঝতে পেরেছি। সমস্যা নেই ভাই। আমি ব্যবস্থা করছি। আমি অবাক হয়ে বললাম, কী বুঝতে পেরেছিস? আর কী ব্যবস্থা করবি? ছোটভাই বললো, না, মানে এই যে আপনি রিলসের বিপক্ষে কথা বলছেন, এতে বোঝা যাচ্ছে আপনি রিলস জিনিসটা হাতের কাছে পর্যাপ্ত পাচ্ছেন না। যদি পর্যাপ্ত পেয়ে যান, তাহলে আপনিও সারা দিন এটা নিয়েই ব্যস্ত থাকবেন। আর এটার বিপক্ষে কথা বলবেন না। আমি বললাম, এটা কী ধরনের কথা? এই বয়সে এসে আমি রিলসে ব্যস্ত থাকবো? ছোট ভাই বললো, রিলস বয়স মানে না ভাই। গতকাল আমার চাচার পা ভেঙে গেছে। তার বয়স কত জানেন? সত্তরের কাছাকাছি। আমি বললাম- এখানে রিলস নিয়ে কথা হচ্ছে। এর মধ্যে তোর চাচার পা ভাঙার বিষয়টা কীভাবে ঢুকলো? ছোটভাই বললো, ঢুকবেই তো। যেহেতু চাচা গভীর মনোযোগ সহকারে রিলস দেখতে দেখতে হাঁটছিল এবং পা ভেঙেছে গর্তে পড়ে। আশা করি আপনি মনোযোগের গভীরতাটা অনুমান করতে পেরেছেন।
শিরোনাম
- ৭ সপ্তাহ মাঠের বাইরে হালান্ড, দুঃশ্চিন্তায় সিটি
- বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণের উদ্যোগ ডিএসসিসির
- সাতসকালে লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭
- ভোলায় সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ৬
- বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই আর টিকবে না : ফয়েজ আহম্মদ
- হবিগঞ্জে ১২ গ্রামে সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশত
- গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত
- ঘোড়ার গাড়িতে ইমামের বিদায়, ৯ লাখ টাকার সংবর্ধনা
- ঝিনাইদহে ঈদ উপলক্ষে ভিন্নধর্মী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- লক্ষ্মীপুরে ৬ বছরের শিশু গুলিবিদ্ধ
- মুক্তির একদিন পরই বাড়ল ‘জংলি’র শো
- "ব্যাংকিং সেক্টরের সংস্কার দরকার, যা বর্তমান সরকার এককভাবে করতে পারবে না"
- সংস্কারের নামে নির্বাচনকে দীর্ঘায়িত করার সুযোগ নেই : কাদের গনি চৌধুরী
- যশোরের অভয়নগরে ফুচকা খেয়ে অসুস্থ দেড় শতাধিক
- দক্ষিণ আফ্রিকার দায়িত্ব ছাড়লেন ওয়াল্টার
- রাজশাহীতে বিএনপির দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় আহত একজনের মৃত্যু
- ঈদে কাতার মাতিয়ে গেলেন বাংলাদেশি একঝাঁক তারকা
- জনগণের সাথে সম্পর্ক তৈরি করাই প্রধান কাজ: মির্জা ফখরুল
- 'সাড়ে ১২ বছরের ছেলে যুদ্ধের সময়ে মানুষ খুন করতে পারে—এটা বিশ্বাসযোগ্য কথা?'
- অনেক ষড়যন্ত্র হয়েছে, এখন আমরা স্বাধীন: রুমন
রিলসেই জীবন
ইকবাল খন্দকার
প্রিন্ট ভার্সন
