যানবাহনের শব্দদূষণ শুধু মানুষ নয়, পাখিদের মধ্যেও ‘রোড রেজ’ তৈরি করছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, প্রচণ্ড শব্দের কারণে গালাপাগোস দ্বীপের ইয়েলো ওয়ার্বলার পাখিরা আক্রমণাত্মক হয়ে উঠছে।
অ্যাংলিয়া রাসকিন ইউনিভার্সিটি (ARU) এবং অস্ট্রিয়ার কনরাড লরেঞ্জ রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরা এই গবেষণা চালান। তারা দেখেছেন, যানবাহনের শব্দ পাখিদের নিজেদের মধ্যকার সতর্কবার্তা ঢেকে দেয়। ফলে নিজেদের এলাকা রক্ষায় তারা শারীরিক সংঘর্ষেও জড়িয়ে পড়ছে।
গবেষকরা ফ্লোরিয়ানা ও সান্তা ক্রুজ দ্বীপে ৩৮টি জায়গায় পরীক্ষা চালান। সেখানে স্পিকারের মাধ্যমে পাখির ডাক বাজানো হয়, যা অনুপ্রবেশকারীর উপস্থিতি বোঝানোর জন্য ব্যবহৃত হয়। একইসঙ্গে বাজানো হয় রেকর্ডকৃত যানবাহনের শব্দ।ফলাফল বলছে, যেসব পাখির এলাকা সড়কের পাশে, তারা আগ্রাসী প্রতিক্রিয়া দেখিয়েছে। অন্যদিকে, যারা তুলনামূলক দূরে ছিল, তারা কম প্রতিক্রিয়া দেখিয়েছে।
গবেষক ড. ক্যাগলার আকচাই বলেন, পাখিরা গানের মাধ্যমে তাদের এলাকা রক্ষা করে। কিন্তু বাহ্যিক শব্দ এই সংকেতকে ব্যাহত করলে, শারীরিক আগ্রাসনই তাদের স্বাভাবিক প্রতিক্রিয়া হয়ে ওঠে।
এছাড়া, যানবাহনের শব্দ ছাড়িয়ে নিজেদের ডাক পৌঁছানোর জন্য পাখিরা তাদের স্বাভাবিক সুরের ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিচ্ছে। গবেষকরা বলছেন, এই গবেষণা বন্যপ্রাণী সংরক্ষণে শব্দদূষণের প্রভাব বোঝার জন্য গুরুত্বপূর্ণ। পরিবেশগত কৌশল উন্নত না করলে, এই সমস্যা আরও বাড়তে পারে।
বিডিপ্রতিদিন/কবিরুল