বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার কাছে জেলেদের জালে একটানে ১৪০ মণ ইলিশ ধরা পড়ে; যা ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে। বিষয়টি বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
ট্রলার মালিক গোলাম মোস্তফা জানান, তাঁর ‘সাফওয়ান ট্রলার’টিতে ১৭ জেলে ২৮ অক্টোবর সকালে সাগরে গিয়ে ফেয়ারওয়ে বয়ার কাছে জাল ফেলেন। ৩০ তারিখ রাতে জাল টেনে ১৪০ মণ ইলিশ পান। প্রতিটি ইলিশ ৩০০ থেকে ৫০০ গ্রাম ওজনের; যা ২০ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। বেশ কিছু ইলিশ নষ্ট হয়ে গেছে বলে তিনি দাবি করেন। নইলে আরও বেশি টাকা পাওয়া যেত। ২০-২২ দিন ইলিশ শিকার না করায় এমন আশানুরূপ ইলিশ ধরা পড়েছে বলে মনে করেন তিনি।