সারা দেশে অভিযান চালিয়ে ১ হাজার ২৫৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৮০৪ জন এবং অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৪৫২ জন। গতকাল পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেপ্তারদের কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল, একটি হাঁসুয়া, পাঁচ রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলভার, একটি কার্তুজ ও একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।