ঢাকায় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত খুলনা দাকোপ উপজেলা জামায়াত আমির আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে আজ খুলনা আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সকাল সাড়ে ৯টায় তিনি ঢাকা থেকে হেলিকপ্টারে করে দাকোপের চালনা বিএম গ্যাস কোম্পানিতে অবতরণ করবেন। এরপর মাওলানা আবু সাঈদের বাড়িতে পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও চালনা পৌর সরকারি কবরস্থানে আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে চালনা বিল্লালিয়া আলিম মাদরাসা ময়দানে পথসভায় বক্তৃতা করবেন।
উল্লেখ্য, ১৮ জুলাই রাতে দাকোপ উপজেলা থেকে নেতা-কর্মীভর্তি তিনটি বাস নিয়ে দাকোপ উপজেলা আমির মাওলানা আবু সাঈদ ঢাকায় রওনা হন। পথিমধ্যে রাত পৌনে ৩টার দিকে ফরিদপুরে ভাঙ্গা চৌরাস্তা মোড়ে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।