বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী বলেছেন, আয়নাঘরে বন্দিজীবনে তৃপ্তিসহকারে কোনোদিন খেতে পারেননি। প্রতিদিনই ভাত-ডাল-রুটি দিতেন কিন্তু খাবারের মান ভালো ছিল না। এছাড়াও সামরিক বাহিনীতে পদোন্নতিতে বৈষম্যমূলক আচরণ করেছিল আওয়ামী ফ্যাসিস্ট সরকার। গত শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খেদমতে খাল্ক ট্রাস্টের সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। দীর্ঘ আট বছর ফ্যাসিস্ট সরকারের আয়নাঘরের বন্দিদশা থেকে মুক্ত হয়ে ফিরে আসা ভাষা সৈনিক মরহুম অধ্যাপক গোলাম আযমের সুযোগ্য সন্তান খেদমতে খাল্ক ট্রাস্টের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। খেদমতে খাল্ক ট্রাস্টের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. গোলাম সারোয়ারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রেজাউল করিম সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ট্রাস্টের সদস্য রাইয়ান হামজা বিন সারোয়ার, ২৪’র গণঅভ্যুত্থানে শহীদ তানজিল মাহমুদ সুজয়ের পিতা শফিকুল ইসলাম, শহীদ জাহিদুজ্জামান তানভীরের পিতা শামসুজ্জামান, শহীদ কামরুল মিয়ার পিতা নান্নু মিয়া, শহীদ রফিকুল ইসলামের বোন সানিয়া আক্তার, নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, আমীর হোসেন, সাংবাদিক জালাল উদ্দিন মনির, ছাত্রনেতা মেহেদী হাসান প্রমুখ।
পরে সংবর্ধিত বিগ্রেডিয়ার জেনারেল (অব:) আব্দুল্লাহিল আমান আজমীরকে ক্রেষ্ট প্রদান করে নাগরিক সংবর্ধনা জানানো হয়।