রাজধানীর তুরাগের দিয়াবাড়ি থেকে দুই দিন নিখোঁজ থাকা হা-মীম গ্রুপের জেনারেল ম্যানেজার (জিএম) মো. আহসান উল্লাহর (৪৮) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দিয়াবাড়ির ১৬ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের পাশের রাস্তা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাৎ খান। প্রাথমিক তদন্তের তথ্যে তিনি জানান, আহসান উল্লাহ তুরাগের চন্ডালভোগ এলাকার বাসিন্দা ও মৃত মজিদ আহমেদের ছেলে। তিনি ঢাকার সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হা-মীম গ্রুপের একটি প্রতিষ্ঠানে জিএম হিসেবে কর্মরত ছিলেন।
লাশের সুরতহাল রিপোর্টে দেখা গেছে, তার মাথা, মুখমণ্ডল, হাতের আঙুল ও পায়ে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। ওসি মোহাম্মদ রাহাৎ খান বলেন, রবিবার (২৩ মার্চ) বিকাল থেকে আহসান উল্লাহ নিখোঁজ ছিলেন।
এ ঘটনায় তার পরিবার গতকাল (২৪ মার্চ) তুরাগ থানায় একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করেন।