বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের ৮৬তম বৈঠক আগামী ৬ মার্চ থেকে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শুরু হবে। বৈঠক অংশ নিতে আগামীকাল সোমবার কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল। সভার পাশাপাশি প্রতিনিধি দল ফারাক্কায় গঙ্গা নদীর ওপর নির্মিত বাঁধও পরিদর্শন করবে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, গঙ্গার পানি বণ্টন চুক্তি-১৯৯৬ এর বিধান অনুসারে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের ৮৬তম সভা আগামী ৬ মার্চ শুরু হবে। সভায় অংশ নিতে ৩ মার্চ কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন যৌথ নদী কমিশনের সদস্য ড. মুহাম্মদ আবুল হোসেন। কলকাতায় নেমেই ফারাক্কার উদ্দেশে যাত্রা করবে প্রতিনিধি দল। ৪ মার্চ কমিশন কাঠামোর অধীনে যৌথ কারিগরি দল ফারাক্কায় গঙ্গা নদীর যৌথ পর্যবেক্ষণ স্থান পরিদর্শন করবে। সূত্র আরও জানায়, ৬ মার্চ সকালে কলকাতার হোটেল হায়াত রিজেন্সিতে বাংলাদেশ-ভারত যৌথ কমিটির সভা শুরু হবে।
পরদিন একই স্থানে কারিগরি স্তরের পৃথক একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে আগামী ৮ মার্চ দেশে ফিরবে বাংলাদেশ প্রতিনিধি দল।