একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, আবু সাঈদের আইকনিক দৃশ্য পুরো বাংলাদেশের মানুষে হৃদয়কে নাড়া দিয়েছে। আবু সাঈদসহ সব শহীদকে নিয়ে গবেষণার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে। গতকাল বিকালে বেরোবির স্বাধীনতা স্মারক মাঠে পাঁচ দিনব্যাপী বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। বেরোবির উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী, বেরোবির গণিত বিভাগের প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের চেয়ারম্যান কে এম রিদওয়ানুল বারী জিয়ন প্রমুখ।
আমার দেশ সম্পাদক বলেন, আগামীর বাংলাদেশ হোক যেখানে বৈষম্য থাকবে না, গণতন্ত্র ও মানবাধিকার থাকবে। বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করার পরিস্থিতি তৈরি করেছেন আবু সাঈদ। জুলাই বিপ্লবে আমরা ৩৬ দিনে দেখতে পেয়েছি বিভিন্ন বাঁকের মধ্য দিয়ে বিপ্লব এগিয়ে গেছে। সেই বাঁকের মধ্যে অন্যতম প্রধান ছিলেন আবু সাঈদ। ১৮ ফেব্রুয়ারি বিকালে বইমেলার উদ্বোধন করেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও শহীদ খাতুনের বাবা নূর ইসলাম।