বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পৃথিবীর নিকৃষ্টতম ও ঘৃণিত শাসক হিসেবে উল্লেখ করেছে। শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা গণহত্যায় জড়িত, এটা বিশ্বব্যাপী স্বীকৃত হয়েছে।
গতকাল বিকালে ফেনীর মিজান ময়দানে বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ভিপি, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, কেন্দ্রীয় কমিটির গ্রামসরকার-বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহেনা আক্তার রানু প্রমুখ।