ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘আজ শেখ সাহেবকে (শেখ মুজিবুর রহমান) অপমানিত করা হচ্ছে কাদের কারণে, কীসের কারণে। এর দায়দায়িত্ব তার মেয়ে শেখ হাসিনাকে নিতে হবে। তিনি আওয়ামী লীগ নেতাদের গুন্ডা বানিয়েছেন।’ গতকাল গোপালগঞ্জ পৌর মাঠে ইসলামী আন্দোলন গোপালগঞ্জ জেলা শাখা আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা সভাপতি মাওলানা তসলিম হোসাইন সিকদারের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মারুফ, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, ইসলামী আন্দোলন গোপালগঞ্জ জেলা শাখার সহসভাপতি মুফতি দিদারুল ইসলাম ও মুফতি ইয়াহিয়া মাহমুদ প্রমুখ।