বিসিএস (পরিসংখ্যান) ক্যাডারকে প্রস্তাবিত সার্ভিসে অন্তর্ভুক্ত না করতে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান করা হয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুপারিশটি প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে বিসিএস (পরিসংখ্যান) ক্যাডার অ্যাসোসিয়েশন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পরিসংখ্যান সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে (বিবিএস) কর্মরত বিসিএস (পরিসংখ্যান) ক্যাডার সার্ভিসের কর্মকর্তাদের নেতৃত্বে পেশাগত দক্ষতাকে সমুন্নত রেখে ইতোমধ্যে সংবিধান সংস্কার কমিশন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন ও স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের চাহিদা অনুযায়ী জাতীয় জনমত জরিপের কার্যক্রম সফলভাবে পরিচালনা করা হয়েছে।
সেই মুহূর্তে একটি অনাকাক্সিক্ষত সংবাদ পরিসংখ্যান পেশাজীবীদের অস্তিত্বের ওপর আঘাত হেনেছে। জনপ্রশাসন সংস্কার কমিশনের দাখিল করা প্রতিবেদনে বিদ্যমান সিভিল সার্ভিসগুলো পুনর্বিন্যাসের মাধ্যমে বিভিন্ন সার্ভিস ও এর কাঠামো পুনর্গঠনের প্রস্তাব করা হয়েছে। একমাত্র বিসিএস (পরিসংখ্যান) ক্যাডারকে পুনর্গঠিত সার্ভিসগুলোর প্রস্তাবে ‘প্রযোজ্য নয়’ উল্লেখ করা হয়েছে। ১৯৮০ সালে সৃজিত গুরুত্বপূর্ণ পেশাভিত্তিক এ ক্যাডার সার্ভিসকে ‘অস্তিত্বহীন’ করার মতো অদূরদর্শী সুপারিশ ব্যথিত করেছে। মূলত সংস্কার কমিশনের সুপারিশের মাধ্যমে বিবিএসে নিযুক্ত মেধাবী পরিসংখ্যানবিদদের সমন্বয়ে গঠিত এ সার্ভিসকে অবমূল্যায়ন করে আরেকটি নতুন বৈষম্য চাপিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।