স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. তোফাজ্জল হোসেন (টি এইচ) খানের মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের আজকের দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরে কোরআন খতম, কবর জিয়ারত, এতিম ও শুভাকাক্সক্ষী এবং আত্মীয়স্বজনদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। টি এইচ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিএনপির কেন্দ্রীয় গণশিক্ষাবিষয়ক সম্পাদক, মিডিয়া সেলের সদস্য, ইউট্যাবের মহাসচিব ড. মো. মোর্শেদ হাসান খানের বাবা। তাঁর বড় ছেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ছোট ছেলে আইনজীবী।