তাজা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না হওয়ায় দুই দিন চট্টগ্রাম বন্দর থেকে ফল খালাস বন্ধের ঘোষণা দিয়েছেন আমদানিকারকেরা। গতকাল বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশন ও চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতি এ কর্মসূচি ঘোষণা করে। তাছাড়া, চট্টগ্রাম বন্দরের পাশাপাশি দেশের সব স্থলবন্দর দিয়েও এই দুই দিন আমদানি করা ফলও খালাস বন্ধ রাখা হবে।
এর আগে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত সোমবার ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ডের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন আমদানিকারকরা।