ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক, স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে রাজপথের সাহসী ছাত্রনেতা অকালপ্রয়াত পথিক সাহার ১৪ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে প্রয়াতের পৈতৃকনিবাস মানিকগঞ্জের গড়পাড়া-গাঙ্গুলীনগর গ্রামে এবং ঢাকায় তাঁর পরিবার ও সাংবাদিক পথিক সাহা স্মৃতি সংসদের উদ্যোগে দুই দিনের কর্মসূচি নেওয়া হয়েছে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক পথিক সাহা কর্মজীবনে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাতা প্রধান প্রতিবেদক ও বিশেষ প্রতিনিধি ছিলেন। একই সময়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন। এর আগে দীর্ঘদিন দৈনিক ভোরের ডাক-এর প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালন করেছেন। পথিক সাহা হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১১ সালের ২৯ জানুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান।
আজ মানিকগঞ্জের গড়পাড়া-গাঙ্গুলীনগর গ্রামের শ্রীশ্রী শ্যামসুন্দর আশ্রমে প্রয়াতের পারলৌকিক শান্তি কামনায় দুপুরে বিশেষ প্রার্থনা, মহাপ্রভুর ভোগরাগ ও প্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যায় পৈতৃকনিবাসে তাঁর সমাধিসৌধে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও আলোকসজ্জাকরণ। দুপুরে প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনায় ঢাকার রায়েরবাজার আখড়া মন্দিরে বিশেষ প্রার্থনা, মহাপ্রভুর ভোগরাগ ও প্রসাদ বিতরণ। ৩১ জানুয়ারি শুক্রবার স্বর্গীয় পঞ্চানন্দ সাহার বাসভবনে সকাল সাড়ে ৯টা থেকে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি, স্মরণসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।