জুলাই বিপ্লবে আহতদের কারাগারের জরুরি সেবায় নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, আন্দোলনে আহত শিক্ষার্থীদের এই জরুরি সেবা সার্ভিসে নিয়োগ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এতে তাদের অনেক উপকার হবে। গতকাল কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন এবং কারাগারের জরুরি সেবা (হটলাইন) উদ্বোধন শেষে তিনি এসব কথা জানান।
কারাগারে জরুরি সেবা (হটলাইন) নম্বর ‘০৯৬১২০২১৬৯০’ চালু হওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন থেকে এই জরুরি হটলাইন নম্বরের মাধ্যমে বন্দির অবস্থান, প্যারোলে মুক্তি সম্পর্কিত তথ্য, শারীরিক অবস্থা, হাজিরা, সাক্ষাৎকার ও কথা বলার তারিখ জানা যাবে। বন্দির স্বজনরা এই হটলাইন নম্বরে ফোন দিয়ে যাবতীয় তথ্য জানতে পারবেন।
তিনি আরও বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের সব সুযোগ-সুবিধা থাকলেও ধারণক্ষমতার চেয়ে কারাবন্দিদের সংখ্যা অনেক বেশি। জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের মুখে কারাগার থেকে পালানো বন্দিদের বন্দি করে কারাগারে রাখা হয়েছে। এখনো ৭০০ আসামি পলাতক রয়েছে। তাদের এখনো ধরা যায়নি। তাদেরও আমরা আইনের আওতায় আনার জন্য চেষ্টা করছি।