রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান শান্তিপুর এলাকায় বাসার ভিতরে সুরমা (১৪) নামে এক স্কুলছাত্রী ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সুরমা খিলগাঁওয়ের একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। সুরমার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদরে। তার বাবা মনিরুজ্জামান গণমাধ্যমকর্মী। সুরমার চাচাতো ভাই শরিফুল ইসলাম জানান, গতকাল দুপুরে নিজের কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাচিয়ে গলায় ফাঁস দেয়। টের পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে আত্মহত্যা করেছে সেটি জানাতে পারেননি।