সরকারের অনেকেই ছবি নামাতে, বিশেষ ঘোষণা তৈরিতে যত ব্যস্ত জনজীবনের সংকট সমাধানে তারা ততটা ব্যস্ত নয় বলে জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম। গতকাল রাজধানীর পল্টন ময়দানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আয়োজিত সিপিবির মহাসমাবেশে বোমা হামলার ২৪তম বার্ষিকীতে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন। মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ২০০১ সালে সারা দেশ থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ঢাকায় সমবেত হয়েছিল তাদের কথা তুলে ধরার জন্য। বোমা হামলা চালিয়ে তাদের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছিল। এ ঘটনার পর পর বঙ্গবন্ধু অ্যাভিনিউতেও বোমা বিস্ফোরণের খবর বেরিয়েছিল। ওই সময় পত্র-পত্রিকায় হত্যাকারীদের নিয়ে নানা খবর প্রকাশিত হয়েছিল। সরকার এ হত্যাকাণ্ড সম্পর্কে নানা ধরনের কথাবার্তা সামনে আনার চেষ্টা করে।
বোমা হামলায় হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ বিচার না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত, গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ। সমাবেশ পরিচালনা করেন সিপিবির কেন্দ্রীয় সম্পাদক শ্রমিক নেতা কাজী রুহুল আমিন।