সমাজসেবক ও ব্যবসায়ী আবদুল হাইয়ের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে দুপুরে ডেমরা থানাধীন ডগাইর বাজার কালু ভূইয়া রোডে তাঁর বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়াও তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বৈরাগীর চর গ্রামে নিজ বাড়িতে আজ শনিবার বাদ আসর মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করেছে মরহুমের পরিবার। এদিন এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, সমাজসেবক ও ব্যবসায়ী মরহুম আবদুল হাই দৈনিক জনতার সিনিয়র রিপোর্টার সফিকুল ইসলামের বাবা। ২০০৯ সালের ১৮ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।