বীর মুক্তিযোদ্ধা ও সেনবাগ উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ইসমাইল মিয়ার আজ শনিবার ৩৯তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ইসমাইল মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বাতাকান্দি বাজার জামে মসজিদে বাদ আসর কোরআনখানি, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। আজ বেলা ১১টায় সেনবাগ উপজেলা পরিষদ মসজিদ কমপ্লেক্সে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মিয়া জাসদের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং জনগণের ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এলাকার উন্নয়নে সর্বস্তরের জনগণের পাশে থেকে জীবনের শেষ সময় অতিবাহিত করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতি সংসদের সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি হাসান মঞ্জুর সেনবাগ উপজেলার সর্বস্তরের জনগণ, আত্মীয়স্বজন ও শুভাকাক্সক্ষীদের নিজ নিজ পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনার অনুরোধ জানান।