নতুন চালু করা সফটওয়্যারগুলোর কারিগরি ত্রুটি ও আন্তসমন্বয় সংক্রান্ত জটিলতায় ভূমিসেবা পেতে সমস্যায় পড়ছে মানুষ। দ্রুতই এ সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে গতকাল এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন চালু করা সফটওয়্যারগুলোর কিছু কারিগরি ত্রুটি ও আন্তসমন্বয় সংক্রান্ত জটিলতা, ডেটা সেন্টারের সার্ভার ও মাঠপর্যায়ে সেবা দেওয়ার জন্য ব্যবহৃত কম্পিউটারে সংযোগ করা ইন্টারনেটের শ্লথগতির কারণে সাধারণ জনগণ সেবা নিতে প্রায়ই সমস্যার সম্মুখীন হচ্ছেন। চালু করা সফটওয়্যারগুলোর সব কারিগরি সমস্যা দ্রুতই সমাধান করা সম্ভব হবে। ভূমিসেবা গ্রহীতাদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয়।