ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযানে একটি দেশীয় শটগান ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। মঙ্গলবার বিকালে এ ঘটনায় অস্ত্র আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি মো. সফিকুল ইসলাম খান। এর আগে এদিন ভোর রাতে নগরীর নাসিরাবাদ কলেজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি মাল্টি সোহাগের বাসা থেকে শটগান ও কার্তুজ উদ্ধার করা হয়। মাল্টি সোহাগ বিস্ফোরক মামলাসহ তিনটি মামলার আসামি।
২১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর সজীব মাহমুদ জাকির জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার বাসায় অভিযান চালিয়ে শটগান ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
তবে অভিযানের বিষয়টি টের পেয়ে সোহাগ পালিয়ে যায়। এ ঘটনায় সোহাগের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে।