বৈষম্যবিরোধী আন্দোলনে আহত সিএনজিচালিত অটোরিকশাচালক আশরাফুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে তাঁর চিকিৎসা চলবে।
গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে আশরাফুল ইসলামকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, আন্দোলনে আহতদের মধ্যে আশরাফুলকে নিয়ে এখন পর্যন্ত মোট ১৩ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। এর মধ্যে দুজনকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে, আর বাকিদের থাইল্যান্ডে পাঠানো হয়েছে।